• NEWS PORTAL

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি বাগদা চিংড়িসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:১৮, ২৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি বাগদা চিংড়িসহ আটক ২

সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয় দুই অসাধু মাছ ব্যবসায়ীকে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে ওসিকুল গাজী ও নুর আলী গাজীর ছেলে শরিফুল ইসলাম।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে কয়েকজন অসাধু ব্যবসায়ী চিংড়িতে অপদ্রব্য পুশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি উপজেলা সদরে দায়িত্বরত সেনা ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ওসিকুল ও শরিফুল ইসলামকে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২টি সিরিঞ্জ ও ১০০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়। এরপর জব্দকৃত মাছ গুলো আশাশুনি সেনা ক্যাম্পে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে উক্ত ১০০ কেজি চিংড়ি মাছের মধ্যে জেলি পুশকৃত ৮০ কেজি বাগদা চিংড়ি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং বাকী ২০ কেজি ভালো চিংড়ি মাছ উপজেলার কয়েকটি মাদ্রাসায় বিতরণ করা হয়। 

এছাড়া আটকককৃত দুই মাছ ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের কোনও অপরাধযোগ্য কাজ আর কখনো করবে না মর্মে লিখিতভাবে অঙ্গীকার (মুচলেকা) দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: