• NEWS PORTAL

  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

শুরুর শীতে কাঁপছে পঞ্চগড়, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

প্রকাশিত: ০৮:৫০, ২৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শুরুর শীতে কাঁপছে পঞ্চগড়, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

ছবি: সংগৃহীত

দিন দিন বাড়ছে পঞ্চগড়ে শীতের তীব্রতা। ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া আর উচ্চ আর্দ্রতার কারণে পুরো জেলাজুড়ে শীতের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রায় বড় তারতম্য লক্ষ্য করা গেছে। ভোররাতে ঠান্ডা অনুভূত হচ্ছে প্রকটভাবে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস যা চলতি সপ্তাহের অন্যতম কম তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ। এর আগের দিন রবিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার সন্ধ্যা ৬টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার দিন-রাতের এই বড় তারতম্য শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলছে। সকাল ও সন্ধ্যায় হালকা কুয়াশা দেখা গেলেও দিনের বেলায় রোদের দেখা মিলছে। তবে প্রচণ্ড আর্দ্রতা ও হিমেল বাতাসের কারণে আবহয়া শীতল।

দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ জেলার বিভিন্ন অঞ্চলে ভোররাত থেকেই কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীত অনেকটা জেঁকে বসেছে। বিশেষ করে সকাল ও রাতে বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।

হাড়িভাসা এলাকার কৃষক সোলেমান আলী গণমাধ্যমকে বলেন, গত কয়েকদিন ধরে ঠান্ডাটা অনেক বেড়ে গেছে। সকালে মাঠে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে।

চাকলাহাট এলাকার ভ্যান চালক জরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকালে ঘন কুয়াশা না থাকলেও খুব ঠান্ডা লাগে। ভ্যান চালাতে কষ্ট হয়। যাত্রীও পাওয়া যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে বলেন, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও জেঁকে বসবে।

বিভি/এআই

মন্তব্য করুন: