ছাগলের ধান খাওয়া নিয়ে সালিশি বৈঠকের সময় প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত
কক্সবাজারে কৃষিজমিতে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি। সালিশি বৈঠকের সময় প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ শরীফ (৪৫) নামে স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে, বিকাল ৫টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় সালিশ চলাকালে বাক-বিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের একজন অতর্কিত গুলি করলে পায়ে গুলিবিদ্ধ হন শরীফ, তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা তাকে হাসপাতালে নিয়ে আসেন।
নিহতের পরিবারের দাবি, গত মঙ্গলবার প্রতিবেশি সাবেকুন নাহার নামে এক নারীর পোষ্য ছাগল শরীফের কৃষিজমির ধান খেয়ে নষ্ট করে। ঘটনার পাঁচ দিন পর স্থানীয়ভাবে মীমাংসার উদ্দেশে অনুষ্ঠিত সালিশের শুরুতেই উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও মতবিরোধ দেখা দেয়।
হাসপাতালের মর্গের সামনে কান্নারত শরীফের স্ত্রী শফিকা বেগম বলেন, ছাগল মালিক সাবেকুন নাহারের সঙ্গে থাকা স্থানীয় ডাকাত আব্দুল করিম আমার স্বামীকে পরপর কয়েকটি গুলি করে মেরে ফেলেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।
নিহতের ছেলে শেফায়েত বলেন, চিকিৎসারত অবস্থায় বাবা আমার কোলে মারা গেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের কাছে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন রবিবার দায়িত্ব গ্রহণ করা কক্সবাজারের নতুন পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।
এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঢাকা পোস্টকে বলেন, এসপি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খেতের ধান ছাগল খেয়ে ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের বিবাধে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের আইনের আওতায় আনা হবে।
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বিভি/টিটি




মন্তব্য করুন: