• NEWS PORTAL

  • সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

ধীরে ধীরে বাড়ছে ঠান্ডা ও ঘনকুয়াশা, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

প্রকাশিত: ০৯:০৬, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:০৭, ১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ধীরে ধীরে বাড়ছে ঠান্ডা ও ঘনকুয়াশা, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে ধীরে ধীরে বাড়ছে ঠান্ডা ও ঘনকুয়াশা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোর থেকে বইছে হিমেল হাওয়া, বাড়ছে কুয়াশার ঘনত্ব। বিশেষ করে ভোর ও রাতের শেষ ভাগে শীত ও ঠান্ডায় জবুথবু অবস্থায় কাবু হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফসলি জমি ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনের রোদ মৃদু উষ্ণতা দিলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রভাব আরও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম শহরের ধরলার পাড় এলাকার ‎রিকশাচালক আব্দুল বাতেন (৫০) গণমাধ্যমকে বলেন, সকালে রিকশা নিয়ে বের হলে হাত-পা সিন্টি লাগি আইসে। কি করবো রিকসা নিয়ে না বের হলে সংসার চালানো সমস্যা হইবে। ভাড়া এখনো পাইনি মানুষ নাই এই জন্য বসি আছি।

‎‎রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন ‘আজ সোমবার সকাল ৬ টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।

বিভি/এআই

মন্তব্য করুন: