• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৪, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

টাঙ্গাইলের সদর উপজেলার চারাবাড়ি এলাকায় গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের আর্থিক সহযোগিতা প্রদান করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহিন। তিনি বলেন, মানুষের সংকটে পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল উদ্দেশ্য। গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীরা যেন সুস্থভাবে সন্তান লালন-পালন করতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

সহায়তা গ্রহণ করতে আসা নারীরা জানান, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আর্থিক সহযোগিতা তাদের অনেক উপকারে আসবে। বিশেষ করে চিকিৎসা, পুষ্টি ও শিশুর প্রয়োজনীয় সামগ্রী কিনতে এই সাহায্য কাজে লাগবে বলে জানান তারা।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল কর্মকর্তা ইজ্জত আলী মাজু, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. শরিফুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির কর্মকর্তারা। অনুষ্ঠানে ৭১ জনকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2