• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

দুই কোটি ১১ লাখের স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

প্রকাশিত: ১৫:২১, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দুই কোটি ১১ লাখের স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। 

এরা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি জানিয়েছে, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। 

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর সদরের মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকায় দুই ব্যক্তি ১০টি স্বর্ণের বারসহ অবস্থান করছে। পরে অভিযান পরিচালনা করে আটকদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটক আসামিরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানান, তারা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত গমন করছিলেন। জব্দ করা স্বর্ণের মূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2