চট্টগ্রামে বাস–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
চট্টগ্রাম–বান্দরবান সড়কের সাতকানিয়া বায়তুল ইজ্জত হরিণতোয়া সড়কের পাশে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বায়তুল ইজ্জত হরিণতোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, বান্দরবানগামী একটি দ্রুতগতির বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।
সাতকানিয়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, বাসটি পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
অন্যদিকে, সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল তালুকদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির চট্টগ্রামগামী ট্রেনটি ওই ব্যক্তিকে চাপা দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিভি/এসজি




মন্তব্য করুন: