• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

২২ ঘণ্টা পরেও উদ্ধার করা যায়নি শিশু সাজিদকে  

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ১১:৩৯, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:০০, ১১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২২ ঘণ্টা পরেও উদ্ধার করা যায়নি শিশু সাজিদকে  

দীর্ঘ প্রায় ২২ ঘণ্টা পরেও রাজশাহীর তানোর উপজেলায় একটি গভীর নলকূপের পাইপের গর্ত থেকে দুই বছরের শিশুকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মায়ের সাথে জমিতে গিয়ে ফেরার পথে ওই ৩৫ ফুটের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। দুপুর আড়াইটা থেকে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। গর্তের ভিতরে দেওয়া হচ্ছে অক্সিজেন। এছাড়াও পাইপের চার পাশ দিয়ে মাটি খোঁড়া হচ্ছে।

শিশু সাজিদের বাবার নাম রাকিব হোসেন। বাড়ির পাশে খেলতে খেলতে সে ওই পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের বোরিং পাইপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। গত বছর সেখানে ডিপ টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হয়। তবে পানির লেয়ার না পাওয়ায় পাইপ তুলে নেওয়া হয়। তবে গর্তটি মাটি দিয়ে ভরাট করা হয়নি।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, আমরা এসে শিশুটির কান্না শুনতে পেয়েছি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও তানোরের তিনটি ইউনিট সর্বোচ্চ চেষ্টা করছি শিশুটিকে যেন জীবিত উদ্ধার করতে পারি। এ জন্য বিশেষায়িত উদ্ধার টিমও এসেছে। তবে শিশু জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2