• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

অবৈধ বোট-জাল ও বিপুল মাছসহ ১৬ জেলে আটক

প্রকাশিত: ১১:৩৪, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অবৈধ বোট-জাল ও বিপুল মাছসহ ১৬ জেলে আটক

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, গোপন সংবাদের মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে ৫টি ট্রলিং জাল ও প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৬ হাজার কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করে কোস্টগার্ড। পরবর্তীতে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে বোটটির মালিক পক্ষকে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2