তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খুশিতে ১ মণ মিষ্টি খাওয়ালেন ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উদযাপন করতে জনসাধারণকে এক মণ (৪০ কেজি) মিষ্টি বিতরণ করেছেন কক্সবাজারের এক ছাত্রদল নেতা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের পৌর এলাকায় ব্যতিক্রম এই কার্যক্রম পরিচালনা করেন টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম সিফাত।
এসময় পৌর এলাকার প্রায় হাজার খানেক পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
দেড়যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন খবরে টেকনাফের সাধারণ জনগণের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে, অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
পৌর এলাকার টমটম চালক মোহাম্মদ রফিক গণমাধ্যমকে বলেন, ‘তারেক রহমান দেশে আসছে শুনেছি, আশা করছি এবার দেশের ভালো কিছু হবে। ছাত্রদলের ছেলেরা খুশি করে মিষ্টি খাওয়ালো ভালো লাগছে।’
স্থানীয় ব্যবসায়ী আজিজুল হক গণমাধ্যমকে জানান, ‘আজকে ঢাকার তিনশ ফুটে লাখ লাখ জনতা জিয়াউর রহমানের বড় পুত্রকে স্বাগত জানিয়েছে, এই খুশি-আনন্দ দেশের শেষ সীমান্তেও পৌঁছালো ছাত্রদলের নেতারা। উনি (তারেক রহমান) দেশের ভালো করুক সেটাই চাই।”
কার্যক্রমের আয়োজক ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম সিফাত গণমাধ্যমকে বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের ষড়যন্ত্র ও নির্বাসন কাটিয়ে প্রিয় নেতার এই ফেরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশার আলো। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে যে, দেশের মানুষ তারেক রহমানকে কতোটা ভালোবাসে।’
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও টেকনাফ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল কাইসার, ছাত্রদল নেতা মোহাম্মদ রিদুওয়ান, ছাত্রদল নেতা আরমান, ছাত্রদল নেতা জাবেরসহ টেকনাফ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
বিভি/এআই




মন্তব্য করুন: