• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

বিকালে হাঁটতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

প্রকাশিত: ২২:০১, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:০২, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিকালে হাঁটতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের গাজীপুরের কালিগঞ্জ থানাধীন আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলা বেগম (৫৫), তার নাতনি অনাদি (১১) ও পূত্রবধূ সাদিয়া আক্তার (২৫)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত কমলা বেগম ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি উন্নত চিকিৎসার জন্য মেয়ের বাড়ি কালিগঞ্জে আসেন। বিকেলে কমলা বেগম তার নাতনি ও পুত্রবধূকে নিয়ে বাড়ির পাশের ঢাকা-চট্টগ্রাম রেলপথে হাঁটতে বের হন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে উপকূল এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকার দিকে অজ্ঞাত একটি ট্রেনের ক্রসিং হচ্ছিল। ক্রসিংকালে কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই কমলা বেগম ও সাদিয়া নিহত হন। ট্রেন চলে গেলে স্থানীয়রা শিশু অনাদিকে জীবিত মনে করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ ধরে কমলা তার পুত্রবধূ ও নাতনি নিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের নিচে পড়ে তারা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2