• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

মধ্যরাতের আগুনে পুড়লো বাজারের ৭ দোকান

প্রকাশিত: ১১:১৭, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:১৮, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মধ্যরাতের আগুনে পুড়লো বাজারের ৭ দোকান

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। শনিবার দিবাগত (২৮ ডিসেম্বর) মধ্যরাতে বাজারের কাঠপট্টি এলাকায় একটি মুদির দোকানে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।

খবর পেয়ে টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ও টঙ্গীবাড়ি ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ৭টি টিনশেড দোকানে থাকা টিন, কাঠ, ডেকোরেশন সামগ্রী ও হার্ডওয়্যার সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2