ক্লাসরুমে জামায়াত প্রার্থীর নির্বাচনী সভা, সমালোচনা তুঙ্গে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্লাসরুমে জামায়াতে ইসলামীর মনোনীত এক প্রার্থী নির্বাচনী সভা পরিচালনা করেন। এ ঘটনায় মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা ধার্য করেন।
মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলী কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসন সূত্র জানায়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ক্লাসরুমে তার পক্ষে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। এই খবরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আমাদের দলীয় কোনো কর্মসূচি ছিলো না। হয়তো স্থানীয় কিছু নারী তারা স্বেচ্ছায় কোনো অনুষ্ঠান করতে পারে। তবে তাদের কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর আবার তারা চলে গেছে বলে জেনেছি।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক দলের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করায় অনুষ্ঠানের আয়োজক বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মো. ইউসুফ আলী জানান, মাদ্রাসা ভবনের নিচ তলায় নতুন বই বিতরণ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। মাদ্রাসায় জামায়াতে ইসলামীর কোনো কর্মসূচি ছিলো না। ভবনের উপর তলায় জামায়াতে ইসলামীর কোনো সভা হচ্ছিলো কিনা তা আমার জানা নেই।
বিভি/টিটি




মন্তব্য করুন: