• NEWS PORTAL

  • বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ

প্রকাশিত: ১২:৩০, ৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, রবিবার মধ্যরাতে কক্সবাজার থানাধীন লাবণী বীচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ২৭০ বস্তা সিমেন্ট, ৫০ বস্তা ইউরিয়া সারসহ পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2