• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনের হলফনামায় তথ্যে গরমিল ছিল না: সারজিস আলম

প্রকাশিত: ০৮:৪১, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনের হলফনামায় তথ্যে গরমিল ছিল না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটপ্রার্থী সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনের হলফনামায় তথ্যে গরমিল ছিল না, বরং যে ভুল ছিল তা সংশোধন করে দেওয়া হয়েছে। অভিযোগ করেন, এনিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে।

বুধবার পঞ্চগড় এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। সারজিস বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রপাগাণ্ডা সেল থেকে গুজব ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে।

তিনি বলেন, ছড়ানো হচ্ছে, তিনিই নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছিলেন। বিএনপিও বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ এনসিপির এই নেতার।

সারজিস বলেন, দলটি ভয়ভীতি দেখাচ্ছে লোকজনকে, নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নিজের সম্পর্কে সারজিস বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসায় যুক্ত হয়েছেন কিছুদিন আগে। তবে, কোন ধরনের তথ্য গোপন করেননি।  

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2