• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন আর নেই

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ১০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন আর নেই

সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন আর নেই। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ১ম জানাজা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ও দেলদুয়ার উপজেলার সেহড়াতৈল গ্রামে বাদ জোহর ২য় জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ গ্রাম সেহড়াতৈল মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

তার মৃত্যুতে সেতু’র সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, বর্তমান সভাপতি আতাউর রহমান আজাদ, এসএসএস’র চেয়ারম্যান কাজী জাকেরুল মওলা, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এস এম আওয়াল মিয়াসহ সেতু পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2