গণতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ফায়ার সার্ভিসের পাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজসহ বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওক, ভোলাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা। পাশাপাশি, আওয়ামী লীগের কর্মী সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ মোট ৫০ জন নেতাকর্মী।
নতুনভাবে যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবেন।
ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের অন্তত ৫০ জন নেতাকর্মী স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদানের মাধ্যমে ভোলাহাট উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হলো এবং আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দল আরও গতিশীল ভূমিকা পালন করবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: