• NEWS PORTAL

  • বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

এনসিপি ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ফুলগাজী বিএনপিতে যোগদান

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২১, ১৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এনসিপি ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ফুলগাজী বিএনপিতে যোগদান

ফেনী জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাবু শতাধিক কর্মী নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।

নব্য যোগদানকৃত আবদুর রহিম বাবু বলেন, জুলাই আন্দোলনের সময় আমি ফেনীতে অগ্রভাগে থেকে সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। ৫ আগস্ট পরবর্তী সময়েও মাঠে থেকে আন্দোলনে সরব ছিলাম। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপি নামে রাজনৈতিক দল গঠন করলে আমি ফেনী জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। কিন্তু, সাম্প্রতিক সময়ে এনসিপি যুদ্ধবিরোধী রাজাকার জামায়াতের সঙ্গে জোট বাঁধলে আমি স্বেচ্ছায় এনসিপি থেকে পদত্যাগ করি।

তিনি আরও বলেন, ছাত্র প্রতিনিধি হিসেবে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংস্পর্শে আসার সুযোগ হয়। বিএনপিকে খুব কাছ থেকে দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে আজ আমি বিএনপিতে যোগদান করেছি।

এ সময় ফেনী-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী রফিকুল আলম মজনুর হাতে ফুল দিয়ে আবদুর রহিম বাবুকে দলে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) ইয়াসিন মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিএনপির নেতাকর্মীরা করতালীর মাধ্যমে আবদুর রহিম বাবু ও তার অনুসারী কর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2