চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও আবাসিক এলাকায় বি ব্লক ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর হোসেন মামুন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে বাকবিতণ্ডা হয়, একপর্যায়ে স্বামী স্ত্রীকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে গণধোলাই দেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: