• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে মা-মেয়ে খুন, স্বামী মিজান মিয়া বরিশাল থেকে আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ২০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে মা-মেয়ে খুন, স্বামী মিজান মিয়া বরিশাল থেকে আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাড়া বাসায় মা ও মেয়েকে খুনের ঘটনায় থানায় মামলার পর নিহত আমেনার স্বামী মিজান মিয়াকে বরিশাল থেকে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার (১৯ জানুয়ারি) রাতে নিহত আমেনা বেগমের মা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। 

এদিকে মা ও মেয়েকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে সিআইডি। ঢাকার সিআইডি ইন্সপেক্টর মো. সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নিহত দুইজনেরই মাথায় আঘাত এবং আঘাতটা ভারি কিছু দিয়ে। তবে, চাকু বা ধারালো কিছু নয়। জবাই করা বা কুপিয়ে হত্যার তথ্য সঠিক নয়। ভারি ভোতা অস্ত্র যেমন- কাঠ বা ভারি লোহাও হতে পারে।

সিআইডির এই কর্মকর্তা আরো বলেন, আমরা আলামত সংগ্রহ করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা তারাই নিবে।

এদিকে নিহতের স্বজনরা জানান, নিহত আমেনা বেগম স্থানীয় বাসাবাড়িতে গৃহশ্রমিকের কাজ করতেন। তার স্বামী মিজান মিয়া পৈত্রিকসূত্রে বরিশালে দিনমজুরের কাজ করেন। সোমবার স্বামী বরিশাল হতে ভাড়া বাড়িতেও এসেছিলেন। এরপর বাজার করে দিয়ে ফিরে যান।

এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান মঙ্গলবার (২০ জানুয়ারি) বলেন, মা ও মেয়েকে হত্যার ঘটনায় সিরাজদিখান থানায় মামলা হয়েছে। নিহত আমেনা বেগম এর মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমেনার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বলেন, ভুক্তভোগীদের ঘর থেকে একটি রক্তাক্ত ভারি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে। আশা করছি খুব দ্রুত এ ঘটনায় জড়িত যে বা যারা তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। আমরা গুরুত্বের সাথেই কাজ করছি।

উল্লেখ্য, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামান সরকারের ভাড়াটিয়া বসতঘরের মেঝেতে সোমবার দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মা আমেনা বেগম (৩৫) ও মেয়ে মরিয়ম আক্তারের (৮) মরদেহ দেখতে পায় পুলিশ। আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। সে পেশায় দিনমজুর। তারা ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া। ঘটনার ৪ মাস আগে আমেনা বেগম ও তার পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন। সোমবার সকালে ওই বাড়িতে কারো সারাশব্দ না পেয়ে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত