• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ০৯:৩৫, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুইজন নিহত হয়েছেন। প্রথমে রফিকুল নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে পলাশ নামে এক ব্যক্তি। রাজধানী ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ খবরে বিক্ষুব্ধ জনতার পিটুনিতে নিহত হয় পলাশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে এবং পলাশ একই গ্রামের হযরত আলী মেলোর ছেলে।

নিহত রফিকুলের স্বজনরা জানান, রফিকুল দুই বছর আগে পলাশের কাছ থেকে ৮ শতক জমি কেনে। সম্প্রতি পলাশ ওই জমি ফেরত চায়। রফিকুল বর্তমান বাজারমূল্য দাবি করলে পলাশ পূর্বের বিক্রি মূল্য ফেরত দিতে রাজি হয়। এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিলো। মঙ্গলবার বিকালে পাশ্ববর্তী সলুয়া বাজারে গেলে পলাশ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় বাজারের বিক্ষুব্ধ লোকজন পলাশকে পিটুনি দেয়। এরপর পরিবারের লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ইসলামকে ঢাকায় স্থানান্তর করে। ঢাকায় নেওয়ার পথে রফিকুল ইসলাম মারা যায়। পাশাপাশি যশোর জেনারেল হাসপাতালে মারা যায় পলাশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, দুইজনের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত