স্থানান্তরিত হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল, যথাযথ ডিজাইনে হবে পুনঃস্থাপন
ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের আওতায় ভাঙ্গা হয়েছে বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের নামে তৈরী জেলার একমাত্র ম্যুরালটি। নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউর নগরে অবস্থিত ম্যুরালটি গত মঙ্গলবার (২০ জানুয়ারি) সরিয়ে নিয়েছে সড়ক ও জনপদ অধিদফতর এবং ৬ লেন প্রকল্পে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়ক নির্মাণ কাজ শেষে বর্তমান ম্যুরালের আদলে পুনঃস্থাপন করা হবে সড়কের পাশে।
তবে এটি সরিয়ে নেওয়ার পর বিভিন্ন সামাজিক মাধ্যমে এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যা নেটিজেনদের মাঝে বৈরী প্রভাব ফেলছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই ম্যুরালটি এলাকার নিদর্শন হিসেবে পরিচিত। তবে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ফলে এটি ভেঙ্গে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে এটি সড়ক নির্মাণের পর পুনরায় স্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পের জন্য মতিউর রহমানের ম্যুরালটি ভেঙ্গে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টজনরা বিষয়টি অবগত আছে। জেলা সড়ক বিভাগ জানিয়েছে তাদের অর্থায়নে এটি ঠিক একই নকশায় সড়কের পাশেই নির্মাণের পরিকল্পনা রয়েছে। সামাজিক মাধ্যমে একটি মহল এটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: