• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

রাঙ্গামা‌টি‌তে ট্রা‌কচাপায় এক নারী নিহত

রাঙ্গামা‌টি প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১৪:৫৪, ২৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাঙ্গামা‌টি‌তে ট্রা‌কচাপায় এক নারী নিহত

রাঙ্গামা‌টির মানিকছড়িতে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র এলাকায় চাউল বোঝাই ট্রাক ও সিএনজির সংঘর্ষে এক নারী নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে চাল বোঝাই ট্রাক ও সিএনজি চট্রগ্রামের দিক থেকে রাঙ্গামাটি আসছিলো। এ সময় টিভি স্টেশনের এলাকার পাহাড়ী রাস্তা উঠতে গিয়ে ট্রাকটি পিছনের দিকে নেমে গেলে সেটি পিছনে থাকা সিএনজির উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলে এক নারী আরোহী মমিনা বেগম (৬০) নিহত হন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থে‌কে রাঙ্গামা‌টিগামী চাল বোঝাই ট্রাক মা‌নিকছ‌ড়ি পাহাড় উঁচু সড়ক অ‌তিক্রম ক‌রে বাংলা‌দেশ টে‌লিভিশন উপকেন্দ্রের কাছে গে‌লে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পিছনে থাকা সিএন‌জির ওপর আছড়ে পরে। এতে সিএন‌জি‌তে থাকা চালকসহ পাঁচ যাত্রীর মধ্যে চারজন নেমে পড়ে। এক নারী যাত্রী নামতে না পাড়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পে‌য়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সা‌র্ভিস এসে ট্রা‌কের নিচে চাপা পড়া নারী ও অ‌টো‌রিকশা উদ্ধার ক‌রে।  

রাঙ্গামা‌টি কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ জ‌সিম উদ্দিন দুঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত