টিকটক করতে স্বামী-শাশুড়ির বাধা, গৃহবধূর আত্মহত্যা
সাতক্ষীরায় টিকটকে ভিডিও বানাতে বাধা দেওয়ায় স্বামী ও শাশুড়ির ওপর অভিমান করে ফারহানা নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ফারহানা (১৯) ওই গ্রামের খোকন হোসেনের মেয়ে এবং মানিক হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে মানিকের সঙ্গে ফারহানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারহানা সামাজিক মাধ্যম টিকটকে ভিডিও তৈরিতে আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে তার প্রায়ই কথা কাটাকাটি হতো। বৃহস্পতিবার দুপুরবেলায় ফারহানা টিকটক ভিডিও করতে গেলে স্বামী ও শাশুড়ি তাকে বাধা দেন ও গালমন্দ করেন।
স্বজনরা জানান, এই ঘটনার জেরে বিকালের দিকে ফারহানা সবার অজান্তে নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। এরপর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। বেশ কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে শাশুড়ি ঘরের দরজা ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে ঘরের ভেতরে ফারহানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর দ্রুত তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় চিকিৎসক মাহফুজুর রহমানের কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিভি/এসজি



মন্তব্য করুন: