• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

সাড়া ফেলেছে অবিবাহিত মাসুমের ‘বউয়ের দোয়া পরিবহন’

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৫:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
সাড়া ফেলেছে অবিবাহিত মাসুমের ‘বউয়ের দোয়া পরিবহন’

চুয়াডাঙ্গা শহরে দেখা মিলছে ‘বউয়ের দোয়া পরিবহন’ নামে ১১টি ব্যাটারিচালিত ইজিবাইকের। এনিয়ে এলাকায় বেশ আলোচনা হচ্ছে। ইজিবাইকগুলোর মালিক বিদেশফেরত মাসুম মিয়া। মজার বিষয় হলো, মাসুম (৩০) এখনও বিয়েই করেননি।

অবিবাহিত হয়েও ‘বউয়ের দোয়া পরিবহন’ নামে ইজিবাইক ব্যবসাপ্রতিষ্ঠান শুরু করার বিষয়ে মাসুম জানান, তিনি ১২ বছর বিদেশে ছিলেন। সেখানকার অভিজ্ঞতায় জেনেছেন, প্রতিটি ব্যবসায় ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ।

সংবাদমাধ্যমকে মাসুম বলেন, যে নাম রাখতে গিয়েছি, সেই নামেই পরিবহন পাওয়া গেছে। শেষ পর্যন্ত ঘনিষ্ঠদের সংগে আলাপ করে বউয়ের দোয়া পরিবহন নাম রেখেছি। কারণ, বাবা-মায়ের পর বউ সবচেয়ে আপনজন।

তিনি বলেন, জেলা শহরে 'বউয়ের দোয়া পরিবহন' নামটি ইতিমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সংগে আমার পরিচিতিও বেড়েছে।

চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুম মিয়া। প্রায় এক যুগ মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে ২০২০ সালের ডিসেম্বরে দেশে ফেরেন। বিদেশে থেকে যে অর্থ উপার্জন করেছেন, তা দিয়ে ১১টি ইজিবাইক কেনেন। এর মধ্যে একটি নিজের জন্য রেখেছেন। বাকি ১০টি ভাড়ায় দিয়েছেন।

মাসুম জানিয়েছেন, বাবা-মায়ের পছন্দে শিগগিরই তিনি একটা বিয়ে করতে চান। বিয়ের পর বাবা-মা ও স্ত্রীকে নিয়ে দেশেই বাকি জীবন কাটাতে চান।

ইজিবাইকগুলো থেকে যা আয় হয়, তা দিয়ে বেশ ভালোভাবেই বাবা-মাসহ তাঁর তিন সদস্যের পরিবার চলে যায় বলে জানান মাসুম। এই কারণে আর বিদেশ যেতে চান না তিনি। এবার বিয়ে করে সংসারী হতে চান।

বিভি/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2