• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১২:৪৯, ২৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সংগৃহীত ছবি

সাড়ে ৪ ঘণ্টা পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্রেনটি ঢালারচরের দিকে ছেড়ে গেছে।

এর আগে সকাল ৬টার দিকে পাবনা-রাজশাহী রুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সংগে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে ট্রাকের সংগে সংঘর্ষ হয়। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ট্রেনটি ঢালারচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার পরই বিকল্প ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালানোর ব্যবস্থা করা হয়েছে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন: