সিলেটে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতার মৃত্যু

ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মাওলানা শেখ আব্দুস সালাম মারা গেছেন। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে জঙ্গি নেতা আব্দুস সালাম সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে ৮টি জঙ্গি মামলা চলমান রয়েছে।
কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি নেতা বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। হুজির এ নেতা বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভি/ডিএস/এসডি
মন্তব্য করুন: