• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

নেত্রকোনায় নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
নেত্রকোনায় নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনার পূর্বধলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর বাড়িঘরে হামলার প্রতিবাদে সোমবার (২৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে জেলা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার রাতে উপজেলার বৈরাটী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাজলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এসময় চারজন আহত হয়। গুরুতর আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাংবাদিক দেলোয়ার হাসান জানান, গত ২৮ নভেম্বর রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাঁর বড় ভাই বাহার উদ্দিন তালা প্রতীক নিয়ে বৈরাটী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়। উক্ত ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে মো. আলম বিজয়ী হন। ফলাফল পাওয়ার পর আলমের সমর্থকরা বিজয় মিছিল করে রাত ৯টার দিকে পরাজিত প্রার্থী বাহার উদ্দিন-এর বাড়িতে হামলা চালায়। এসময় বাহার উদ্দিনসহ চারজন আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

মেম্বার পদে বিজয়ী প্রার্থী মো. আলমের সংগে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিভি/এমকেসি/এসডি

মন্তব্য করুন: