• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

এবারও রেকর্ড পরিমাণ দানের টাকা মিললো পাগলা মসজিদের সিন্দুকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ১২ মার্চ ২০২২

আপডেট: ১৮:০২, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
এবারও রেকর্ড পরিমাণ দানের টাকা মিললো পাগলা মসজিদের সিন্দুকে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের টাকা গুণছে শিক্ষার্থীরা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দানবাক্সে (লোহার সিন্দুক) মিলেছে রেকর্ড পরিমাণ টাকা। যার অতীতের রেকর্ড ভেঙে এবার ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। এছাড়াও এ সময় পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্যলঙ্কারসহ অনেক বৈদেশিক মুদ্রা।

শনিবার (১২ মার্চ) সকালে সাড়ে ৮টার দিকে শহরের রাখুয়াইল এলাকার প্রাচীন এ মসজিদের এবার এই টাকা পাওয়া যায়। প্রতি তিন মাস পর পর সিন্দুকগুলো খোলা হলেও করোনার কারণে এবার তা খোলা হয়েছে চার মাস ছয় দিনপর। তাই দানের পরিমাণ একটু বেশিই মনে হচ্ছে।

টাকা গণনায় অংশ নিয়েছেন রূপালী ব্যাংকের এজিএম ও অন্যান্য কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা, এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত দুই কোটিরও বেশি টাকা গণনা করা হয়েছে। পুরো টাকা-পয়সা ও অন্যান্য সম্পদ গণনা এবং মূল্যমান নির্ণয় করতে হয়ত বিকেল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।


 আরও পড়ুন:

 

এর আগের বার সিন্দুকগুলো খোলা হয় গত বছরের ৬ নভেম্বর। তখন রেকর্ড তিন কোটি সাত লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। তবে এবার দানের টাকার পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করছেন কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছে বহু বছর আগে। মানুষের ধারণা, খাস নিয়তে এই মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়। এজন্য দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে মানতের টাকা সোনা, রুপার গহনা দান করে থাকেন। অন্য ধর্মের মানুষেরাও এখানে দান করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর এই ধারাবাহিকতা চলছে আড়াই শ’ বছরেরও বেশি সময় ধরে।

মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীশ আলম বলেন, ১৯৯৭ সাল থেকে এই মসজিদটি ওয়াকফের আওতায় পরিচালিত হচ্ছে। তখন থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মসজিদের সিন্দুক খুলে টাকা গণনা শুরু হয়।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2