• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফরিদপুরে গুলিভর্তি অস্ত্র ও মাদকসহ দম্পতি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৬, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ফরিদপুরে গুলিভর্তি অস্ত্র ও মাদকসহ দম্পতি গ্রেফতার

ফরিদপুরে গুলিসহ রিভলবার, তলোয়ার, রামদা, ছুরি, ফেনসিডিল ও নগদ টাকাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের এক সহযোগী পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

শনিবার (১২ মার্চ) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য জানান।

গ্রেফতারকৃত ওই দম্পতি হলো সদর উপজেলার মামুদপুরের মো. হারুন অর রশীদের ছেলে মো. গোলাম মোস্তফা (৪৬) ও তার স্ত্রী শ্যামলী রোকসানা (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সূত্রে অস্ত্র ও মাদক মজুদের তথ্য পেয়ে শুক্রবার দিবাগত রাতে মামুদপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের বসতবাড়ি হতে গোলাম মোস্তফা ও তার স্ত্রী শ্যামলী রোকসানাকে গ্রেফতার করা হয়। এসময় রিপন মিয়া (২৯) নামে তাদের আরেক সহযোগী পালিয়ে যায়।

অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে চার রাউন্ড কার্তুজসহ ম্যাগজিন ভর্তি একটি কাঠের বাটযুক্ত অটোমেটিক পিস্তল, একটি লোহারতৈরী দেশীয় ওয়ান শুটার গান, দুটি স্টীলের ছুরি, একটি লোহার তৈরি রামদা, দুইটি তলোয়ার, একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ছুরি, আট বোতল ফেন্সিডিল ও নগদ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে অস্ত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছেন বলেও জানায় পুলিশ।

বিভি/এইচএ/কেএস

মন্তব্য করুন: