ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ দুই

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্টবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই বাল্কহেড শ্রমিক নিখোঁজ রয়েছে।
শনিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ঢাকামুখি যাত্রীবাহী এমভি জাহিদ-৩ লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়। ডুবে যাওয়া বাল্কহেডের ৫ শ্রমিকের মধ্যে বাল্কহেডের লস্কর জুয়েল রানা (৩৫), মাষ্টার সুফিয়ান (৩৫), ও বিল্লাল (৩০) নামের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করলেও মানিকগঞ্জের বাসিন্দা জাহাজের সুকানি শরিফুল ইসলাম (২৮) ও একই এলাকার নুর ইসলাম (৪৫) নামের দুই শ্রমিক নিখোঁজ রয়েছে।
ডুবে যাওয়া বাল্কহেডটিতে সাড়ে ৭ হাজার সিমেন্টের বস্তা ছিলো। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
উদ্ধার হওয়া বাল্কহেডের লস্কর জুয়েল রানা জানান, ‘ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি থেকে বের হয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে মু্ন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে পৌঁছালে ঢাকামুখি এমভি জাহিদ-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আমাদের বাল্কহেডটি ডুবে যায়। পরে স্থানীয়রা আমাদের তিনজনকে উদ্ধার করেলেও দুইজন নিখোঁজ হয়। তাদের এখনো খুঁজে পাচ্ছিনা। বাল্কহেডটিতে সাড়ে ৭ হাজার সিমেন্টের বস্তা ছিলো বলেও তিনি জানান।
বাল্কহেড ডুবির আড়াই ঘণ্টা পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, বাল্কহেডটি কিভাবে ডুবেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নৌ পুলিশরে পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবরি দল চেষ্টা চলাচ্ছে বলেও তিনি জানান।
বিভি/এসএইচ/এইচএস
মন্তব্য করুন: