• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আনসার সদস্যের বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মেহেরপুর প্রতিনধি

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:৫০, ১৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
আনসার সদস্যের বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মেহেরপুরের গাংনীতে আনসার ভিডিপি সদস্য মিল্টন হোসেনের বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার নামে হতদরিদ্র কৃষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগি মোহন আলী। সে আনসার সদস্য এবং কাথুলী ইউনিয়নের লক্ষী নারায়নপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে সে গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের গুদামে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত।  

অভিযোগকারী মোহন আলী জানান-তার শ্বশুর ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের রজব আলীকে সরকারী ঘর পাইয়ে দেওয়ার নামে প্রায় দেড় বছর আগে ১২ হাজার টাকা নিয়েছে। দীর্ঘ সময় পার হলেও ঘর দিতে না পারায় টাকা ফেরত চাইলেও নানা টালবাহানা শুরু করেছে। এভাবে অনেকের কাছ থেকে টাকা নিয়ে এখন ঘর ও টাকা কিছুই দিচ্ছে  না। শেষে এক প্রকার বাধ্য হয়ে গাংনী উপজেলা ও জেলা আনসার কর্মকর্তা সহ বিভাগীয় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। 

এদিকে সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের শাহজামালের স্ত্রী ভানুয়ারা খাতুন জানান-আনসার সদস্য মিল্টন হোসেন সরকারী ঘর দেওয়ার নামে ৫ হাজার টাকা হাতিয়ে নিলেও ঘর তো দুরের কথা টাকাও ফেরত দিয়েছে না। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

পুরাতন মটমুড়া গ্রামের নয়ন আলী জানান-মাতৃত্বকালিত ভাতা করে দেওয়ার নামে ১০ জনের কাছ থেকে টাকা নিয়েছে মিল্টন হোসেন। মাতৃত্বকালিন ভাতার কার্ড করে দিতে পারেনি। এজন্য টাকা ফেরত দেবে বলে অঙ্গিকার করেছে। কিন্তু কিছুই দিচ্ছে না। 

এব্যাপারে গাংনী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উর্মিলা বিশ্বাস বলেন- মোহন আলী নামের এক ব্যক্তি আনসার ভিডিপি সদস্য মিল্টন হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এবিষয়ে কথা বলার জন্য একাধিকবার মিল্টন হোসেনের ব্যবহৃত মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেনি। জেলা আনসার কমান্ডেট সাহাদত হোসেন বলেন- এই ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/টিএ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2