• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিলেট নগরীতে ৪৪৪ ঈদ জামাত

সিলেট প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:০৫, ২ মে ২০২২

ফন্ট সাইজ
সিলেট নগরীতে ৪৪৪ ঈদ জামাত

দরগাহ মসজিদ ও কেন্দ্রীয় শাহী ঈদগাহে

গত দুই বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে পড়তে হয়েছিলো ঈদের নামাজ। খোলা ময়দানে বা ঈদগাহে মুসল্লিরা সমবেত হয়ে জামাত পড়তে পারেননি গত ৪ ঈদে। তবে এবার নেই করোনার দাপট। তাই বিধি-নিষেধহীন খুশির ঈদ পালিত হবে সিলেটে। এবার সিলেট মহানগরীর ৯১টি ঈদগাহ ও ৩৫১টি মসজিদে ঈদুল ফিতরের মোট ৪৪৪ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগরীর কুদরত উল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে ৩টি ঈদের জামাত। 

সিলেট নগরীতে এবার প্রধান ঈদের জামাত কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন মুফতি রশিদুর রহমান ফারুক বরুনার পীর।

শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ঈমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমেদ।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। সেখানে ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।

নগরীর কুদরত উল্লাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে মোট ৩টি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে।

অপরদিকে, শাহপরাণ (রহ.) মাজার মসজিদে ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জামাত। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, সব ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে পুলিশ।

বিভি/ডিএস/এইচএস

মন্তব্য করুন: