• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মানিকগঞ্জে বিদ্যুৎপৃষ্টে শারীরিক প্রতিবন্ধী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ১১ মে ২০২২

ফন্ট সাইজ
মানিকগঞ্জে বিদ্যুৎপৃষ্টে শারীরিক প্রতিবন্ধী নিহত

প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যুৎপৃষ্টে সুমন মোল্লা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১১ মে) বেলা ১১টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের আমিন ব্রিক্সে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মোল্লা উপজেলার পিপুলিয়া এলাকার নয়ন মোল্লার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, সকালে পিপুলিয়া এলাকার আমিন বিক্সের পাশে গরুর ঘাস কাটার জন্য যান সুমন মোল্লা। এসময় ভাটার টানানো একটি কারেন্টর তারের সাথে তার স্পর্শ হয় এবং ঘটনাস্থলেই তার মুত্যু হয়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এএইচ/এএন

মন্তব্য করুন: