• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৫, ১৪ মে ২০২২

আপডেট: ১২:৩৫, ১৪ মে ২০২২

ফন্ট সাইজ
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

নিত্যপণ্যেও ঊর্ধ্বগতি, সন্ত্রাসী হামলা, মামলা দেশব্যাপী সরকারের নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালী বিএনপির ডাকা  বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।  

শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান খান প্রমুখ। 

এসময় জেলা বিএনপি ও অংঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সমাবেশে বিএনপি নেতারা বক্তব্য দেওয়ার একপর্যায়ে পুলিশ এসে বাধা দেয়। এতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ পণ্ড হয়ে যায়। 

বিভি/এইচকে/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2