• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ঝালকাঠিতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ২৪ মে ২০২২

আপডেট: ১৭:২১, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
ঝালকাঠিতে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

ঝালকাঠির রাজাপুরে একই স্থানে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতাকর্মীদেরর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এস আই মামুনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের আয়োজন করে বিএনপি। অপরদিকে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নানা কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এ নিয়ে উভয় পক্ষ অবস্থান নিলে পরিস্থিতি উক্তাপ্ত হতে থাকে। 
 
তারই জেরে দুপুরে উপজেলার বাগড়ি এলাকায় ছাত্রলীগ এবং বিএনপি মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ১০ জন আহত হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে  ছত্রভঙ্গ করে দেয়। 

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভি/কেএস

মন্তব্য করুন: