• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

তিন উপজেলা পরিষদের নির্বাচন ২৭ জুলাই

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫২, ৮ জুন ২০২২

ফন্ট সাইজ
তিন উপজেলা পরিষদের নির্বাচন ২৭ জুলাই

সিলেটের ৩টি উপজেলা পরিষদের নির্বাচন ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। উপজেলা গুলো হলো- সিলেটের ওসমানীনগর, সুনামগঞ্জের জগ্ননাথপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল।  

নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (৭ জুন) উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের ওসমানীনগর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বর্ণিত তফসিলে সিলেটের বাইরে মেহেরপুর উপজেলা সদরের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষদিন আগামী ২৮ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ জুন। প্রার্থিতা প্রত্যাহারের দিন ৭ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিভি/কেআর/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2