• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১৩, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে সুমাইয়া নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত শিশুটি পার্শ্ববর্তী দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া বামন পাড়া গ্রামের সাইদী মিয়ার কন্যা। 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সুমাইয়া খাতুন মায়ের সাথে থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার গ্রামের নানা মশিউর রহমানের বাড়িতে বেড়াতে আসে। এরপর সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
 

বিভি/এসআইবি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2