• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাঁটিয়ায় বিএনপি নেতার মরদেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ

প্রকাশিত: ২০:৫৫, ৩০ জুন ২০২২

আপডেট: ২১:১০, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
খাঁটিয়ায় বিএনপি নেতার মরদেহ নিয়ে রাস্তায় বিক্ষোভ

খাঁটিয়ায় নেতার মরদেহ নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছে বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীরা। হত্যাকারীর বিচারের দাবিতে বৃহস্পতিবার (৩০ জুন) নগরের সদর রোডে লাশ নিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। 

ওই নেতার হত্যার প্রতিবাদে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছে বরিশাল মহানগর বিএনপি। সদর রোডে জানাজা শেষে বাবুল মোল্লার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি নগরের কাকলী হল মোড়ে এসে শেষ হয়।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির বলেন, বুধবার দুপুরে নগরের জর্ডন রোড এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন বাবুল মোল্লাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ডায়াগনস্টিক সেন্টারের দালালরা রোগীকে মিথ্যা তথ্য দিয়ে ওই রোডে নিয়ে আসে। বাবুল মোল্লা প্রতিবাদ করলে ডায়গনষ্টিক সেন্টারের লোকজন তাকে মারধর করেন। এ সময় বাবুল মোল্লাকে ধাক্কা দিলে ব্যাটারিচালিত অটোর নিচে পড়ে নিহত হন তিনি।

দুপুরে বাবুল মোল্লার লাশ সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আনা হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক খানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তিনদিনের ঘোষিত কর্মসূচি—শনিবার দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন, রোববার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং সোমবার দোয়া মোনাজাত।

কোতয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান জানান, থানায় এ ঘটনায় একটি জিডি হয়েছে। ময়নাতদন্ত শেষে বাবুল মোল্লার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2