• NEWS PORTAL

  • সোমবার, ২৬ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সেই এএসপি মহরমসহ ১৩ পুলিশকে অভিযুক্ত করে প্রতিবেদন

প্রকাশিত: ১৯:২৭, ২২ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
সেই এএসপি মহরমসহ ১৩ পুলিশকে অভিযুক্ত করে প্রতিবেদন

ফাইল ছবি

বরগুনায় ছাত্রলীগ কর্মীদের পেটানোর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহরম আলীসহ ১৩ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। 

সোমবার (২২ আগস্ট ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। 

অতিরিক্ত পুলিশ সুপার ব্যতীত বাকিদের মধ্যে ১ জন পুলিশ পরিদর্শক, ৩ জন উপ পুলিশ পরিদর্শক, ৪ জন সহকারী উপ পুলিশ পরিদর্শক ও ৪ জন নায়েক কনস্টেবল রয়েছে বলে জানা গেছে।  চূড়ান্তভাবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্র।

ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, গত ১৫ আগস্ট বরগুনা শিল্পকলা একাডেমিতে শোক দিবসের অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগের সঙ্গে পুলিশের যে ঘটনা ঘটেছে তা নিয়ে এডিশনাল ডিআইজি মো. ফারুক উল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি গতকাল সন্ধ্যায় তাদের প্রতিবেদন দাখিল করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল রেঞ্জ অফিস থেকে ইতোমধ্যে ঢাকায় চিঠি পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কার্যকর করতে বরগুনা পুলিশ সুপারকে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করা হয়। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনা-সমালোচনা শুরু হয়। তদন্ত প্রতিবেদন দেওয়ার আগেই মহরম আলীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হলো।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2