• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একই পরিবারে চার মানসিক প্রতিবন্ধি, চরম হতাশায় পরিবার

প্রকাশিত: ১৭:১৩, ৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
একই পরিবারে চার মানসিক প্রতিবন্ধি, চরম হতাশায় পরিবার

বাবা পানি উন্নয়ন বোর্ডের গভীর নলকুপের অপারেটর পদে চাকুরী করতেন। চাকুরীরত অবস্থায়  প্রায় ৩২ বছর আগে স্ত্রীসহ ২মেয়ে এবং ৫ছেলে সন্তানকে রেখে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৫ ছেলে সন্তান থাকেলেও হঠাৎ এক ছেলে মানসিক রোগে অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন পর ছেলেটি মারা যায়। স্বামী এবং ছেলের শোকে ৪ বছর পর তাদের মা হঠাৎ মারা যায়।

মা-বাবা মারা যাওয়ার পর থেকেই ৪ ভাই মানসিক রোগে ভুগছে। তাদের দেখভাল করতে হিমসিম খাচ্ছে পরিবারটি। বর্তমানে পরিবারটি মানবেতর ভাবে জীবন যাপন করছে। ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের শেয়ালডাঙ্গী এলাকায় এই পরিবারের বসবাস।

জানা যায়, মৃত মফিজুল ইসলামের ৫ ছেলে সন্তানের মধ্যে ৩ সন্তান মানসিক রোগে ভূগছে। তারা এখন পাগল প্রায়। বাবার মৃত্যুর পর মা ছিল তাদের একমাত্র অভিভাবক। সন্তান এবং স্বামীর শোকে তিনিও ২০১৩ সালে মারা যায়। প্রথমে ২য় ভাই কামাল উদ্দীন, এরপর ৪র্থ ভাই হাবিবুর রহমান, ৩য় ভাই জামাল উদ্দীন, শেষে বড় ভাই বেলাল উদ্দীনও মানসিক রোগে আক্রান্ত হয়। 

এখন তারা পাগলের মত প্রলাপ করছে, খাওয়া দাওয়াও ঠিক নেই। বেশির ভাগ সময় তারা বারান্দায় এবং বাড়ীর পাশে জঙ্গলে দাঁড়িয়ে সময় কাটায়। স্থানীয়রা বলছেন, এই অবস্থায় তাদের সাহায্যের প্রয়োজন। সরকারি বা বেসরকারি সাহায্যেই তাদের দুঃক লাঘবের একমাত্র পথ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, আমরা বিষয়টি জেনেছি। পরবর্তীতে সরকারি ভাবে আমরা পরিবারটিকে সাহায্যের চেষ্টা করব। 
 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2