নুসরাত হত্যা: হঠাৎ ভিন্ন সুরে উত্তাল সোনাগাজী

নুসরাত হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্তদের মুক্তি এবং পুনরায় মামলাটির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সোনাগাজী জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করে সাজাপ্রাপ্তদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষ।
মানববন্ধনে একইসঙ্গে পিবিআই-এর বানানো '২য় জর্জ মিয়া' নাটকের অবসান চান সবাই। যেখানে একজন মানুষের জীবন মহামূল্যবান, সেখানে ১৬ জন মানুষের জীবন প্রায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে পিবাই-এর বিচার চান তারা।
আরও পড়ুন: ছাত্রলীগের মামলায় হামলার শিকার ছাত্র অধিকারের ২৪ নেতা-কর্মী কারাগারে
এতে হাজার হাজার সাধারণ মানুষের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভুক্তোভোগী পরিবারের দাবি তারা রায়ের পর পরই সোনাগাজীতে মানববন্ধন করতে চাইলে প্রশাসনের বাধায় তা করা সম্ভব হয়নি৷ তারা দাফনের কাপড় পরে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
দীর্ঘ প্রায় ৪ বছর যাবত তাদের বুক ফাটা আর্তনাদ কেউ শুনেনি, তাই তারা মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার দাবি করেন৷
সবার একটাই দাবি মামলাটি পুনরায় তদন্তের মাধ্যমে নির্দোষ মানুষগুলো যেন মুক্তি পায়৷
আরও পড়ুন: জেলা মহিলা লীগের পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা
বিভি/কেএস/টিটি
মন্তব্য করুন: