• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ধর্ষণ মামলার সাক্ষীকে হত্যা

প্রকাশিত: ১২:২৪, ৩০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ধর্ষণ মামলার সাক্ষীকে হত্যা

বাগেরহাটে প্রতিপক্ষের মারধরে শামীম হাওলাদার (৩৬) নামের এক ধর্ষণ মামলার সাক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন রাত সাড়ে ৭ টায় বাগেরহাট সদর উপজেলার বড়বাশবাড়িয়া এলাকায় ফিরোজ হাওলাদারের বাড়ির সামনে হামলার শিকার হন শামীম।

নিহত শামীম হাওলাদার বড় বাঁশবাড়িয়া এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে। সে ২৫ জুলাই বাগেরহাট মডেল থানায় দায়ের হওয়া একটি দলবদ্ধ ধর্ষণ মামলার স্বাক্ষী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার আসামিদের নিকট আত্মীয় ফিরোজ হাওলাদারসহ কয়েকজন শামীমের উপর হামলা করে। এতে শামিম গুরুতর আহত হয়। আহত শামিমকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2