মিল্টনের আশ্রম থেকে বাবার কাছে ফিরতে তাইবার লাগবে ডিএনএ পরীক্ষা
২০১৯ সালের ১১ নভেম্বর হারিয়ে যায় ময়মনসিংহের শিশু কন্যা তাইবা। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেন তার পরিবার। পরে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাকে দেখতে পান স্বজনরা।
২০২৩ সালের ৪ মে তাইবার বাবা তোফাজ্জাল হোসেন মিল্টন সমাদ্দারের কাছে গিয়ে নিজের মেয়েকে চিহ্নিত করে ফেরত চান। এতে রাগে অগ্নিমূর্ত হয়ে তোফাজ্জাল হোসেনকে মারধর করে চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার থেকে বের করে দেন। পরে বাধ্য হয়ে কন্যাকে ফেরত দিতে লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো কাজ হয়নি। সবশেষ আদালতের শরণাপন্ন হয়েছেন তাইবার পরিবার।
তাইবার বাবার আইনজীবী হাসান আল জাবির তালুকদার সানি জানান, বাবা এবং সন্তানের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। কিন্তু মিল্টন সমাদ্দার কারাগারে থাকায় এবং প্রতিষ্ঠানটির দায়িত্ব শামসুল হক ফাউন্ডেশন নেওয়ায় আদালতের আদেশ বাস্তবায়নে আইনী সমস্যা হয়। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন বলছেন, আদেশের কপি পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তারা।
এদিকে সমাজ সেবা অধিদপ্তরের উপসচিব রওশন জামাল জানিয়েছেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের বিষয়ে তদন্ত চলছে। সেখানে প্রশাসক নিয়োগ দেয়ার চিন্তা করছে অধিদপ্তর। তারপরই আইনের মধ্যে থেকে তাইবাকে তার বাবার কাছে ফেরত দেয়া হবে।
জানাগেছে, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের দায়িত্ব নেয়ার পর সেখানে চলমান সংকট কেটেছে। শিশুকন্যা তাইবাসহ সকলেই ভালো আছে। ২০২০ সালের দুই ফেব্রুয়ারি তাইবার মা মারা যান। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
বিভি/এনএম
মন্তব্য করুন: