• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ধর্ষণের শিকার ভুক্তভোগীর ছবি ও পরিচয় প্রকাশ না করার নির্দেশ

প্রকাশিত: ১৪:৩৩, ১৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ধর্ষণের শিকার ভুক্তভোগীর ছবি ও পরিচয় প্রকাশ না করার নির্দেশ

ধর্ষণের শিকার কোনো ভুক্তভোগীর ছবি ও নাম-পরিচয় যাতে প্রকাশ ও প্রচার করা না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

৪ মার্চ বরগুনায় ধর্ষণের কিশোরী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ভুক্তভোগীকে দেখাশোনা করার জন্য সমাজসেবা অধিদফতরের এক কর্মকর্তাকে নিয়োগ করারও নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া ধর্ষণের শিকার কোনো ভুক্তভোগীর ছবি ও নাম যাতে প্রচার না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রসঙ্গত: ৪ মার্চ বরগুনায় ধর্ষণের শিকার হন সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা রাতেই বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাড়ির পাশের ঝোপ থেকে তার মরদেহ পাওয়া যায়।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: