• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা মামলা

সাবেক আইজিপি শহীদুল হকসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির

প্রকাশিত: ১৩:১৮, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
সাবেক আইজিপি শহীদুল হকসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির

ছবি: ফাইল ফটো

জঙ্গি নাটক সাজিয়ে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্য দুজন হলেন-ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা। 

বুধবার (৭ মে) সকাল ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ এই তিনজনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেফতার দেখায় বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ বেঞ্চ। একইসঙ্গে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ মে দিন ধার্য করা হয়।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সেদিন জানিয়েছিলেন, তদন্ত সংস্থার সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে, এই তিন পুলিশ কর্মকর্তার নির্দেশ ও পরিকল্পনায় জাহাজবাড়ি হত্যাকাণ্ড হয়েছে।

২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজ মঞ্জিলের পঞ্চম তলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৯ জন নিহত হয়। গত ৬ মার্চ ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ওই ৯ তরুণ হত্যা মামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।

বিভি/এমআর

মন্তব্য করুন: