• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সীতাকুণ্ডে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ১৩:২২, ১৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সীতাকুণ্ডে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের ফাঁসির আদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে স্বামী জয়নাল আবেদীনকে নির্মমভাবে হত্যার দায়ে স্ত্রী লিমা আক্তারসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাকী দুই আসামি হলেন- শাহাদাত ও কাইয়ুম।  

২০২১ সালের ১০ এপ্রিল বাড়বকুণ্ডের এক পুকুর থেকে ভাসমান অবস্থায় জয়নাল আবেদীন নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তখন স্ত্রী লিমা দাবি করেন, গভীর রাতে তার স্বামীকে ডেকে নিয়ে যান প্রতিবেশী শাহাদাত হোসেন। এরপর তিনি আর ফেরেননি। কিন্তু এরই মধ্যে লিমা পালিয়ে যান। পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে স্ত্রী লিমা আক্তারের সাথে দণ্ডপ্রাপ্ত আরেক আসামি শাহাদাতের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ভিকটিম জয়নাল আবেদীনকে স্ত্রী লিমা আক্তার ও তার পরকীয়া প্রেমিক শাহাদাত ও আরেক সহযোগী কাইয়ুম ছুরিকাঘাতে হত্যা করে পুকুরে ফেলে দেয়।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2