বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনের ৭ দিনের রিমান্ড

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ চারজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৭ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান।
আসামিরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহবায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদাব ও আব্দুর রাজ্জাক রিয়াদ।
গুলশান থানার আদালত প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানান, এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোখলেছুর রহমান। পরে, আদালত শুনানি শেষে প্রত্যেক আসামিকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে, শনিবার সন্ধ্যার পর গুলশান দুই নম্বরে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসার সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের করা গুলশান থানার মামলায় ছয়জনকে আসামি করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন শিশু। মামলার আরেক আসামি কাজী গৌরব অপু, যিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: