সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত
বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেওয়াসহ জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) ওই মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে শাহবাগ থানার পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে এ বি এম খায়রুল হককে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাঁকে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: