• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

প্রকাশিত: ২১:১৪, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি ও স্টেট ডিফেন্সের শুনানি আগামীকাল (২৯ জুলাই)। এছাড়াও, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় চার্জ শুনানি হবে ৭ আগস্ট।

চব্বিশের ১৬ জুলাই, বৈষম্যবিরোধী আন্দোলনের এ দিনটিতে রংপুর বিশ্ববিদ্যালয়ের পাশেই কাছ থেকে গুলি করে হত্যা করা হয় শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবু সাঈদকে। এ ঘটনার এক বছর পর, সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় এ নিয়ে করা মানবতাবিরোধী অপরাধের মামলার চার্জ গঠনের শুনানি।

আবু সাঈদ হত্যা মামলায় চার্জ গঠনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে হত্যায় অংশ নেওয়া, সুপিরিয়র কমাণ্ড রেসপন্সিবিলিটি, ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা, সুরতহাল রিপোর্ট পরিবর্তন ও ময়নাতদন্ত পরিবর্তনে চাপ প্রয়োগের অভিযোগ ট্রাইব্যুনালকে পড়ে শোনায় প্রসিকিউশন। মঙ্গলবার (২৯ জুলাই) এ বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন পলাতক আসিমদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা।

অন্যদিকে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় পলাতক ৮ আসামির পক্ষে দুইজন স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেওয়া হয়। পরে চার্জ গঠনের শুনানির তারিখ দেওয়া হয়। 

এছাড়া, লক্ষীপুরে ৪ আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ আসামিকে গ্রেফতার দেখানোর নির্দেশ জারি হয়েছে। দেওয়া হয়েছে প্রত্যেককে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও। এ মামলার পরবর্তী শুনানি ২৮ সেপ্টেম্বর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: